1. nasiralam4998@gmail.com : admi2017 :
শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

নেত্রকোণায় বজ্রপাতে ৭ জনের মৃত্যু

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৩০২ বার
বজ্রপাতে ৭ জনের মৃত্যু
ফাইল ফটো

অনলাইন ডেস্ক : নেত্রকোণার তিনটি উপজেলায় ঘণ্টাখানেকের ব্যবধানে বজ্রপাতে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আর বেশ কয়েকজন।

মঙ্গলবার (১৮ মে) বিকালে জেলার কেন্দুয়া, খালিয়াজুরী ও মদন উপজেলায় এসব ঘটনা ঘটে।

কেন্দুয়া থানার ওসি কাজি শাহনেওয়াজ, খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান ও মদন থানার ওসি ফেরদৌস আলম এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহতদের মধ্যে কেন্দুয়ায় দুজন, খালিয়াজুড়ির তিনজন এবং মদন উপজেলার দুজন।

নিহতরা হলেন কেন্দুয়া উপজেলার পাইকুড়া ইউপির বৈরাটি গ্রামের আসন খানের ছেলে বায়েজিদ (৪২), কান্দিউড়া ইউপির কুণ্ডলী গ্রামের তরব আলীর ছেলে ফজলু মিয়া (৫৫), খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর গ্রামের ছেলু ফকিরের ছেলে ওয়াছেক মিয়া (৩৫), আমীর সরকারের ছেলে বিপুল মিয়া (৩২), বাতুয়াইল গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মনির হোসেন(২৮), মদন উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল মন্নাফের ছেলে আতাবুর (২১) এবং আব্দুল কাদিরের ছেলে শরিফ (১৮) ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের পর ঘণ্টাখানেকের ব্যবধানে এসব ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তিরা সবাই কৃষক।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 1

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..