আন্তর্জাতিক ডেস্ক : শনিবার ভোরে ইরাকে মার্কিন সেনাদের সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা করা হয়েছিল। ইরাকি সেনাবাহিনী এবং মার্কিন নেতৃত্বাধীন জোটের সেনাবাহিনী অবশ্য স্পষ্ট করে দিয়েছে যে এই হামলায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে এবং কেউ হতাহত হয়নি। কোয়ালিশন আর্মির মুখপাত্র কর্নেল ভাইয়েন মারোত্তো ট্যুইট করেছেন যে হামলার ফলে হ্যাঙ্গার ক্ষতিগ্রস্থ হয়েছিল। তিনি বলেছিলেন যে হামলাটির তদন্ত করা হচ্ছে।
ইরাকি সেনাবাহিনীও বিবৃতিতে বলেছে যে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এখনও পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। আমেরিকা পূর্বের হামলার জন্য ইরান-সমর্থিত মিলিশিয়াকে দোষ দিচ্ছে, কিন্তু অতীতে বেশিরভাগ রকেট হামলায় বাগদাদ ও দেশের অন্যান্য সামরিক অংশগুলিতে আমেরিকানদের লক্ষ্য করা হয়েছিল।
ড্রোন আক্রমণ খুব সাধারণ হয় না
এপ্রিলের মাঝামাঝি সময়ে একটি বিস্ফোরকবাহী ড্রোন ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দরের সামরিক অংশকে লক্ষ্য করে। বিমানবন্দরটি উত্তর ইরাকের কুর্দি অধ্যুষিত অঞ্চলে অবস্থিত। তবে আমেরিকান সেনার ওই আস্তানাটিতে হামলায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 5
Leave a Reply