অনলাইন ডেস্ক : যশোরের অভয়নগরে ট্রাকচাপায় রবিউল সরকার (৪২) নামে এক নছিমন চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার নওয়াপাড়া জুট মিল সংলগ্ন যশোর-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবিউল সরকার উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের পুড়াখালী গ্রামের রশিদ সরকারের ছেলে।
নওয়াপাড়া হাইওয়ে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জিন্নাহ আলম জানান, দুপুরে খুলনাগামী ধানবোঝাই একটি নছিমন নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়। এ সময় যশোরগামী একটি ট্রাকের নিচে চাপা পড়েন নছিমন চালক। পরে ট্রাকচালক আহত নছিমন চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
রবিউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরে ঘাতক ট্রাকটি চালক তার লাশ হাসপাতালে রেখে তিনি পালিয়ে যায়।
তিনি আরও জানান, ট্রাক ও ক্ষতিগ্রস্ত নছিমনটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 2
Leave a Reply