অনলাইন ডেস্ক : চট্টগ্রামে ১৩ বছর বয়সী এক কিশোরকে বলাৎকারের অভিযোগে মহিউদ্দিন খান চিশতি নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২১ এপ্রিল) সকালে নগরীর হালিশহর থানার অন্ধ ফকিরের মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মহিউদ্দিন খান চিশতি ওই এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাতে অন্ধ ফকিরের মাজার এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই কিশোরকে জোরপূর্বক পাশের একটি ভবনের ছাদে নিয়ে বলাৎকার করেন চিশতি। পরে বাসায় ফিরে বিষয়টি পরিবারকে জানায় ভুক্তভোগী কিশোর।
হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ভুক্তভোগীর পরিবারের দেয়া অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 6
Leave a Reply