আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনা সংক্রমণ ক্রমেই ঊর্ধ্বগামী। এই পরিস্থিতিতে মার্কিনি পর্যটকদের এদেশে আসতে বারণ করল আমেরিকার জনস্বাস্থ্য বিভাগ। এমনকী টিকার দু’টি ডোজ নেওয়া হয়ে গেলেও ভারতে যাওয়া ঠিক নয়, জানিয়ে দিল তারা।
আর যদি একান্তই প্রয়োজনে কোনও আমেরিকাবাসীকে ভারতে আসতে হয়, তাহলে তার আগে টিকা নেওয়া বাধ্যতামূলক। সংক্রমণের নিরিখে ভারতকে সর্বোচ্চ চতুর্থ লেভেলে রেখেছে আমেরিকা। অর্থাত্ সংক্রমণ খুব বেশি।
আমেরিকার ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, ‘ভারতে বর্তমানে যা অবস্থা, তাতে টিকার দু’টি ডোজ নেওয়ার পরেও কেউ সেখানে গিয়ে আক্রান্ত হতে পারে বা ওই প্রজাতি দ্বারা অন্যকে সংক্রামিত করতে পারে। তাই সমস্ত পর্যটকের ভারতে যাওয়া এড়ানো দরকার।’
ব্রিটেন যদিও এ বিষয়ে আরও কড়া পদক্ষেপ করেছে। ভারতীয়দের ব্রিটেনে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও বাতিল করেছেন ভারত সফর। সোমবার সে দেশের স্বাস্থ্যসচিব ম্যাট হ্যানকক জানিয়েছেন, করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে কোনও ভারতীয় ব্রিটেনে ঢুকতে পারবেন না। যদিও ভারত থেকে কোনও ব্রিটিশ নাগরিক সে দেশে ফিরে গেলে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 4
Leave a Reply