স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব আলম হানিফ এমপি বলেছেন, স্বাধীনতার ৫০ বছরে আজ আমরা দেখি স্বাধীনতা বিরোধী শক্তিদের আস্ফালন। ১৯৭১ সালে যারা স্বাধীনতার বিরোধীতা করেছে, সংবিধানে বিরোধীতা করেছে, জাতীয় সংগীত গাইনা, জাতীয় পতাকাকে সম্মান করে না, তারা স্বাধীন বাংলাদেশে নাগরিক হিসেবে থাকার অধিকার রাখেনা।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মুজিবনগর আম্রকাননে শেখ হাসিনা মঞ্চে আয়োজিত আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ এ কথা বলেন।
আলোচানা সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের হুইফ আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
হানিফ বলেন, যখন বাংলাদেশ চরম দরিদ্র থেকে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। নানা উন্নয়নে দেশ এগিয়ে যাচ্ছে। সকল দেশ বলছে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ৩১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে পরিণত হবে। ঠিক সে সময় ৭১-এর পরাজিত শক্তি দেশের উন্নয়ন অগ্রগতি বাধাগ্রস্ত করতে নানামুখি ষড়যন্ত্র করছে। ব্যার্থ রাষ্ট্র বানাতে তারা বিভিন্ন ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সময়ে বিভিন্ন নাম দিয়ে ধর্মের দোহায় দিয়ে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করছে। এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। তার নেতৃতেই সকল প্রকার ধ্বংসাত্মক কর্মকাণ্ড কঠোরভাবে দমন করে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা এগিয়ে নিয়ে যাবো।
এ সময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন এমপি, মেহেরপুর-২ আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদণজ্জামান খোকন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খানসহ রাজনৈতিক নেতারা।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 5
Leave a Reply