1. nasiralam4998@gmail.com : admi2017 :
বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ পূর্বাহ্ন

ভারতে যাত্রীবাহী লরি খাদে পড়ে নিহত ১১

  • আপডেট টাইম : রবিবার, ১১ এপ্রিল, ২০২১
  • ২৮৪ বার
লরি খাদে পড়ে ১১ জন নিহত
ফাইল ফটো

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে যাত্রীবাহী লরি খাদে পড়ে ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ৪০ জন।

গতকাল শনিবার (১০ এপ্রিল) উত্তর প্রদেশের এটাহ জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম টাইম অব ইন্ডিয়া জানিয়েছে, ৫০ থেকে থেকে ৫৫ জন যাত্রী নিয়ে একটি ধর্মীয় অনুষ্ঠানে যেতে লরিটি লখনার দিকে যাচ্ছিল। পথে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ১১ যাত্রী মারা যায়। আহত হন আরও ৪০ জন।

এটাহ জেলা পুলিশ কর্মকর্তা ব্রিজেশ কুমার সিং জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। মৃতদের সবাই পুরুষ। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হতে পারে।

তিনি বলেন, রাস্তা থেকে প্রায় ৩৫ ‍ফুট নিচের খাদে ছিটকে পড়ে লরিটি। লরির উপরের অংশ পুরো খালি হওয়ায় যাত্রীরা ছিটকে পড়েন। কেউ কেউ লরির নিচে চাপা পড়েন। তারা সবাই মারা গেছেন।

দর্শনা নিউজ 24/এইচ জেড

Views: 4

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..