ঘরের মাঠে বাংলাদেশের কাছে হেরে সমালোচনার মুখে পড়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের ১০ উইকেটের এই হার মেনে নিতে পারছেন না দেশটির সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। ক্রিকেটারদের ধুয়ে দেওয়ার পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সমালোচনা করেছেন এই তারকা।
পাকিস্তানের বিপক্ষে টেস্টে এই প্রথম জয় পেল বাংলাদেশ। তাদের বিরুদ্ধে ১৪টি টেস্ট খেলে একমাত্র জয় এটিই। ম্যাচ ড্র হচ্ছে, এই সমীকরণ ছিল চতুর্থ দিন শেষে। তবে সব সমীকরণ উল্টে দেয় বাংলাদেশের বোলাররা। পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে গুটিয়ে ৩০ রানের লক্ষ্য পেরিয়ে যায় সহজেই।
দলের এমন হারে অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টের সমালোচনা করে সামাজিক মাধ্যমে আফ্রিদি লিখেছেন, ‘১০ উইকেটের হার এই ধরনের পিচ প্রস্তুত করার সিদ্ধান্ত, চার জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনার না রাখা নিয়ে প্রশ্ন তুলে দেয়। হোম কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব পরিষ্কার দেখতে পাচ্ছি আমি।’
একই সঙ্গে বাংলাদেশের প্রশংসা করতেও কার্পণ্য করেননি “বুম বুম” খ্যাত এই তারকা। আফ্রিদি আরও বলেন, ‘একই সঙ্গে, টেস্ট জুড়ে যে ব্র্যান্ডের ক্রিকেট বাংলাদেশ খেলেছে সেটার কৃতিত্ব তাদের দিতেই হবে।’
Views: 8
Leave a Reply