1. nasiralam4998@gmail.com : admi2017 :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৪ অপরাহ্ন

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, নাক ফাটলো চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেন চালকের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১০২ বার
হাসপাতালে ট্রেনচালক আতিকুল ইসলাম

জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নাক ফেটে গুরুতর আহত হয়েছেন ট্রেনচালক মো. আতিকুল ইসলাম (৪২)।

বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে ইশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় এ ঘটনা ঘটে। আতিকুল ইসলাম ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া বলেন, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বোকাইনগর এলাকায় আসতেই দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। হঠাৎ একটি পাথর ট্রেনচালক মো. আতিকুল ইসলামের নাকে লাগে। এতে তার নাক ফেটে রক্ত বের হতে থাকে। পরে ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনে দাঁড় করিয়ে আতিকুল ইসলামকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সযোগে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আরও বলেন, তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে অপর একজন চালক এসে বিজয় এক্সপ্রেস নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

Views: 4

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..