মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী আদর্শ ডিগ্রি কলেজের একটি শহিদ মিনার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে শহিদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে দেওয়া হয়।
কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার সরকার বলেন, ভাষা শহিদদের স্মরণে কলেজ প্রাচীরের দক্ষিণ পাশে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়। পরে এই মিনারের সামনে বড় পরিসরে আরেকটি শহিদ মিনার নির্মাণ করা হয়। ভেঙে ফেলা শহিদ মিনারটি পরিত্যক্ত অবস্থায় ছিল।
তিনি আরও বলেন, সোমবার বেলা ৩টার দিকে কলেজ বন্ধ করে শিক্ষক ও কর্মচারীরা চলে যান। রাতে নৈশপ্রহরী রউফ মৃধা ফোন করে জানান, শহীদ মিনারটি দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলা হয়েছে। স্থানীয়দের ধারণা, শহিদ মিনারটি ভাঙা হয়েছে যাতে আগামী ২১ ফেব্রুয়ারিতে ভাষা দিবস পালনে বাধাগ্রস্ত হয়।
বাবুখালী পুলিশ পরিদর্শন কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) সুকুমার কুন্ডু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
Views: 8
Leave a Reply