পটুয়াখালীতে তীব্র শীতে কাপছে দক্ষিণের জনপদ। ঘন কুয়াশার সঙ্গে বইছে মৃদু হিমেল হাওয়া। আজ সকাল ৯টায় জেলার কলাপাড়া উপজেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস। এতে ভোগান্তিতে পড়েছের নিম্ন আয়ের মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন গভীর সাগরে মাছ শিকাররত জেলেরা।
এদিকে জেলার সব হাসপাতালগুলোতে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। ডিসেম্বর মাসজুড়ে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।
কলাপাড়া পৌর শহরের রিকশাচালক ইয়াকুব মিয়া বলেন, গত দুই দিন ধরে শীত পড়ছে। সকালে এবং রাতে রিকশা চালালেই শীতে কাঁপুনি ওঠে। তারপরও পেটের টানে চলতে হয়। কিন্তু সকালে ও রাতে যাত্রী অনেকটা কম থাকে। একই এলাকার লঞ্চঘাটের ভ্যানচালক মানিক মিয়া বলেন, যেমন কুয়াশা তেমনি শীত পড়ছে।
পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী জানান, ঘন কুয়াশা এবং শীতের তীব্রতা আরও বাড়তে পারে। এই মাসজুড়ে অব্যাহত থাকতে পারে শীত।
Views: 2
Leave a Reply