চুয়াডাঙ্গার দামুড়হুদায় প্রায় দেড় কোটি টাকার স্বর্ণালংকারসহ সাঈদ হোসেন (৪০) নামের এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার উপজেলার লোকনাথপুর গ্রাম থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। সাঈদ হোসেন ওই গ্রামের দাউদ আলীর ছেলে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, বুধবার সকালে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের দর্শনা-চুয়াডাঙ্গা বাইপাস সড়কে অবস্থান করছিল গোয়েন্দা পুলিশ। এসময় মোটরসাইকেলে সাঈদ পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে ধরা হয়। পরে তাকে তল্লাশি করে ছয়টি প্যাকেটে এক কেজি ৬৩৫ গ্রাম স্বর্ণালংকার ও চোরাচালানের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণালংকারের বাজারমূল্য প্রায় এক কোটি ৫৪ লাখ টাকা।
Views: 15
Leave a Reply