সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মতো ২০২৪ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় দুটি হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। প্যাকেজ দুটি হলো সাধারণ ও বিশেষ হজ প্যাকেজ।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বেসরকারি প্যাকেজ দুটি ঘোষণা করেন।
এ সময় ভারত, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের চেয়ে বাংলাদেশে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ কম বলে দাবি করেন তিনি।
শাহাদাত হোসাইন তসলিম বলেন, বিমান ভাড়া কমানো হলে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজে খরচ আরও কমে আসবে। আমরা এজন্য একটি স্বতন্ত্র টেকনিক্যাল কমিটি গঠন করে যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণের কথা বলেছি। আজকেও এই দাবি করছি। এ বিষয়ে আমরা প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছি। এটা করা হলে অবশ্যই বিমান ভাড়া আরও কমবে।
হজযাত্রীদের ডেডিকেটেড ফ্লাইট চালু করার দাবি জানিয়ে হাব সভাপতি বলেন, বিগত বছরগুলোতে ডেডিকেটেড ফেরি ফ্লাইটের হিসাব করে সর্বোচ্চ বিমান ভাড়া নেওয়া হলেও হজযাত্রীদের ডেডিকেটেড ফ্লাইটে হজযাত্রী বহন করা হয়নি। বরং বেশি টাকা নিয়ে শিডিউল ফ্লাইটে হজযাত্রী নিয়ে গেছে। কিন্তু ২০২৪ সালে শতভাগ হজযাত্রীদের (চট্টগ্রাম ও সিলেট ছাড়া) সৌদি অংশের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্ন করতে হলে অবশ্যই সব হজ ফ্লাইট ডেটিকেটেড হতে হবে। প্রি অ্যারাইভাল ইমিগ্রেশনের জন্য ডেডিকেটেড হজ ফ্লাইট বাধ্যতামূলক। তাই সব হজযাত্রীকে ডেটিকেটেড হজ ফ্লাইটে পরিবহন করতে হবে। কোনোভাবেই হজযাত্রীদের শিডিউল ফ্লাইটে নেওয়া যাবে না।
তিনি চলতি বছর সুন্দর হজ ব্যবস্থাপনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিমান প্রতিমন্ত্রী, ধর্মপ্রতিমন্ত্রী, বিমান ও ধর্ম মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের মূখ্যসচিব, বিশেষ করে সৌদি আরবের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।
এ সময় হাব সহসভাপতি এয়াকুব আলী শরাফতী, মহাসচিব ফারুক আহমদ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।
Views: 2
Leave a Reply