1. nasiralam4998@gmail.com : admi2017 :
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

যাকে হত্যার গুজব ঘিরে পোশাক শ্রমিকদের আন্দোলন, সেই জোসনা উদ্ধার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ১০০ বার

যাকে হত্যার গুজব ছড়িয়ে পোশাক শ্রমিকদের আন্দোলন, সেই নিখোঁজ হওয়া গার্মেন্টস কর্মী জোসনা বেগমকে জীবিত উদ্ধার করেছে র‍্যাব-৪।  রাজধানীর পল্লবী এলাকা হতে জোসনা বেগমকে জীবিত উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে র‌্যাব সদর দপ্তরের সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান রাইজিংবিডিকে এ তথ্য জানান।

আ ন ম ইমরান জানান, গত ৩১ অক্টোবর ঢাকার মিরপুরের একটি গার্মেন্টস সংঘর্ষে জোসনা নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। হত্যা ও গুজবকে ঘিরে ১ নভেম্বর দিনভর আন্দোলন করেন গার্মেন্টস শ্রমিকরা। ওই সময় র‍্যাব-৪ আন্দোলনকারীদের সাথে আলোচনার সময় গার্মেন্টস কর্মী জোসনা বেগমের বিষয়ে জানতে পারে। আন্দোলনকারীদের উত্থাপিত দাবিতে বলা হয়, ‘গার্মেন্টস কর্মী জোসনা বেগমকে হত্যা করে তার লাশ গুম করে ফেলা হয়েছে।’

এরই ধারাবাহিকাতায় র‍্যাব-৪ এ ব্যাপারে গোয়েন্দা নজরদারি এবং তদন্ত কার্যক্রম শুরু করে। পরবর্তীতে গত ১ নভেম্বর রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ ‘নিখোঁজ’ জোসনা বেগমকে ঢাকা মহানগরীর পল্লবীর কালশী এলাকা হতে জীবিত উদ্ধার করে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে যেকোনো নাশকতাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় র‍্যাব।

Views: 2

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..