অনলাইন ডেস্ক : রাজবাড়ী পাংশায় ট্রেনে কাটা পড়ে মোমেনা বেগম (৬৫) নামে এক দাদি ও তার নাতনি রুকাইয়ার (২) মৃত্যু হয়েছে।
গতকাল সোমবার পাংশা উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোমেনা বেগম একই উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফড়া গ্রামের আকবর প্রামাণিকের স্ত্রী ও রুকাইয়া একই গ্রামের মুকুল প্রামাণিকের মেয়ে।
রাজবাড়ী রেলওয়ে থানার ওসি মো. মাসুদ আলম বলেন, সকালে মোমেনা বেগম নাতনি রুকাইয়াকে সঙ্গে নিয়ে বালিয়াপাড়া গ্রামে বেয়াইন বাড়িতে যান। সেখান থেকে রেললাইন দিয়ে ফেরার পথে দুপুর ১২টার দিকে রাজশাহী থেকে ছেড়ে আসা ফরিদপুরের ভাঙাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি তাদের পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
এ ঘটনায় রাজবাড়ী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 5
Leave a Reply