অনলাইন ডেস্ক : খুলনা বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা আরও বেড়েছে। এই প্রথম একদিনে করোনা শনাক্ত হয়েছে সর্বোচ্চ এক হাজার ৮৬৫ জনের। একই সময়ে মৃত্যু হয়েছে ৪০ জনের। এ নিয়ে বিভাগে করোনায় প্রাণহানি ১৩০০ ছাড়াল।
মঙ্গলবার (৬ জুলাই) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল সোমবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৫১ জনের মৃত্যু হয়েছিল। আর একইদিন সর্বোচ্চ ১ হাজার ৪৭০ জনের করোনা শনাক্ত হয়েছিল। আজ দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড হলেও এ যাবৎকালে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড আজ।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছে খুলনায়, কুষ্টিয়ায় ১৩ জন, যশোরে ছয়জন, মেহেরপুরে তিনজন এবং ঝিনাইদহ, বাগেরহাট, সাতক্ষীরা ও চুয়াডাঙ্গায় একজন করে মারা গেছেন।
এ নিয়ে মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৩ হাজার ৮৯৯ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৩০৫ জন।
দর্শনা নিউজ 24/এইচ জেড
Views: 4
Leave a Reply